Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেকটি ‘মুক্তিযুদ্ধের’ শপথ বিএনপির

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২২ ১২:৪০

ঢাকা: আরেকটি `মুক্তিযুদ্ধের’ মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিয়েছে বিএনপি। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ শপথের কথা জানান।

তিনি বলেন, ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমস্ত জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। লাখ লাখ মানুষ, সৈনিক সেদিন যুদ্ধ করেছে শহিদ হয়েছে। আমাদের কয়েক লক্ষ মা-বোন সেদিন সম্ভ্রম দিয়েছেন। বহু ত্যাগ তিতীক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম ৫০ বছর আগে।

বিজ্ঞাপন

‘কিন্তু দুর্ভাগ্য আমাদের। আজকে ৫০ বছর পরে এই দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে এ কথা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, যে স্বপ্ন, যে লক্ষ্য, যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন, সেই লক্ষ্য, সেই আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে আজকের এই বেআইনিভাবে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগের সরকার’- বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘তারা (সরকার) পরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দুর্নীতির একটা স্বর্গরাজ্য তৈরি করেছে তারা। শুধু তাই নয়, গণতন্ত্রের সবচেয়ে বড় নেতা- যিনি দীর্ঘ চল্লিশ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বে-আইনিভাবে সাজা দিয়ে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে রাখা হয়েছে, ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ৬ শতাধিক নেতাকর্মীকে গুম করে দেওয়া এবং সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।’

সামগ্রিকভাবে গোটা দেশকে নরকে পরিণত করা হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘এখান থেকে বেরিয়ে আসা, আবার আরেকটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে মুক্ত করা, গণতন্ত্রকে মুক্ত করা- এটাই আমাদের লক্ষ্য। জনগণের ঐক্য গড়ে তুলে, জনগণের বিপ্লবের মাধ্যমে অবশ্যই আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের সরকার ও জনগণের পার্লামেন্ট গঠন করব- এটাই আজকের দিনের শপথ।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, চেয়ারপারপসনের উপদেস্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, হাবীব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দীন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক প্রমুখ।

এর আগে, সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পরে আজকে আমাদের ভোটের স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, সংগঠন করার স্বাধীনতা নেই। সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী সরকার এখানে ক্ষমতা দখল করে আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ অবস্থায় আছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসনে আছেন, ৩৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলার আসামি, ছয় শতাধিক নেতাকর্মী গুম হয়ে আছে, সহস্রাধিক নেতাকর্মী নিহত হয়েছে। এই একটা ভয়াবহ, দুর্বিষহ অবস্থার মধ্যে দেশ পতিত হয়েছে।’

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসে আজ আমরা শপথ নিয়েছি, ৫০ বছর আগে যেভাবে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলাম, সেভাবে আবারও আমরা দেশকে মুক্ত করব, গণতন্ত্রকে মুক্ত করব, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।’

সারাবাংলা/এজেড/এএম

টপ নিউজ বিএনপি মির্জা ফখরুল

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর