Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোল্যান্ডে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করলেন ইউক্রেনের দুই মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২২ ১৯:০৯

পোল্যান্ড সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের দুই মন্ত্রী। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই প্রথম কিয়েভের শীর্ষ পর্যায়ের নেতারা সরাসরি সাক্ষাৎ করলেন ।

বিবিসির খবরে বলা হয়, শনিবার (২৬ মার্চ) পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এবং প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সেই রেজনিকোভ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। এসময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

বিজ্ঞাপন

এর আগে গতকাল শুক্রবার পোল্যান্ডে যান বাইডেন। সেখানে তিনি মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া পোল্যান্ডের প্রেসিডেন্ট অ্যান্দ্রিজেজ দুদার সঙ্গেও বৈঠক করেন তিনি। শনিবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুতে পোল্যান্ডে একটি ভাষণ দেওয়ার কথা রয়েছে জো বাইডেনের।

সারাবাংলা/আইই

ইউক্রেন টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর