Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিলো চবি

চবি করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২২ ১৯:৫৫

চট্টগ্রাম ব্যুরো: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ৫০জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে কর্তৃপক্ষ। শনিবার (২৬মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হল মাঠে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন, বীর মুক্তিযোদ্ধা এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুর, বীর মুক্তিযোদ্ধা এস.এম. ইউসুফ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা বেগম মুশতারী শফি, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল-হারুন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোবারক, মুক্তিযোদ্ধা এম. আবদুল ওহাব (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল হারুন (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম. এ. হান্নান- (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ, বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম এম.পি, বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম. এ. মান্নান (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা এম.কফিল উদ্দীন (মরণোত্তর) বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী (বাবু) (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সার (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৌলভী সৈয়দ আহম্মেদ (মরণোত্তর) বীর মুক্তিযোদ্ধা শওকত হাফিজ খান রুশ্মি, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা মো. নঈম উদ্দীন আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মাঈনুদ্দিন, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বীর প্রতীক (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা ফরহাদ-উদ-দৌলা (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা প্রভাষ কুমার বড়ুয়া (মরণোত্তর), শহীদ বীর মুক্তিযোদ্ধা ইফতেখার উদ্দিন মাহমুদ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ আহমদ (মরণোত্তর)।

চবি সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।এসময় বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

সারাবাংলা /আইই/সিসি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর