সবুজবাগ থেকে নারীর মৃতদেহ উদ্ধার, হাত-পা বাঁধা ছিল ২ শিশুর
২৬ মার্চ ২০২২ ২২:২৪
ঢাকা: সবুজবাগ দক্ষিণগাঁও বেগুনবাড়ি মাস্টারের গলির একটি বাসা থেকে মুক্তা (২৮) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ওই নারীর দুই শিশুকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
সবুজবাগ থানার (পরিদর্শক অপারেশন) মো. আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণগাঁও বেগুনবাড়ি মাস্টারের গলির এলাকার একটি বাড়ির ২য় তলা থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে ওই নারীর চার বছরের এক মেয়ে ও এক বছরের ছেলেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত শিশু দুটির মধ্যে মেয়েটির শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও ছোট ছেলেটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত নারীর স্বামীর নাম মাইনুল ইসলাম। তিনি ফরিদপুরের একটি হাসপাতালে চাকরি করেন। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সারাবাংলা/এসএসআর/পিটিএম