Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি’র শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২২ ২৩:৩৮

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে শহিদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পুলিশ পরিবার। শনিবার (২৬ মার্চ) সকাল আটটায় পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এই শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শহিদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর একে একে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম, বিশেষ শাখার অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতারা এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নেতারা শহিদ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত বীর পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

শহিদ পুলিশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর