Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ১০:২৭ | আপডেট: ২৭ মার্চ ২০২২ ১৩:১১

ঢাকা: রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামে একজন চিকিৎসক খুন হয়েছেন বলে জানা গেছে। রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে নিজ বাসার সামনে এই হামলার শিকার হন তিনি।

জানা গেছে, রং মিস্ত্রি সোহরাবকে সঙ্গে নিয়ে সকালে নোয়াখালীর উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বুলবুল হোসেনের। সেই মোতাবেক ভোর সাড়ে পাঁচটার সময় বাসা থেকে বের হন তিনি।

এ খবর নিশ্চিত করেছেন মিরপুর থানার এস আই নাসির। তিনি জানান, আহত বুলবুলকে প্রথমে এক বেসরকারি মেডিক্যালে নেওয়া হয়। সেখান থেকে শেরেবাংলা নগরের সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বুলবুলের কাছে থাকা ১২ হাজার টাকা নেয়নি দুর্বৃত্তরা। তবে তার কাছে থাকা দুটি মোবাইল ফোনের মধ্যে স্মার্টফোনটি নিয়ে গেছে।

মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মারা গেছেন ওই চিকিৎসক। তবে অন্য কোনো ঘটনা আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। তার মৃতদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

ডা. বুলবুল মগবাজারে অবস্থিত রংপুর ডেন্টালের স্বত্বাধিকারী।

সারাবাংলা/ইউজে/এএম

চিকিৎসক খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর