রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ঘুষ দিতে গিয়ে চাকরিপ্রার্থী আটক
১৫ এপ্রিল ২০১৮ ১৫:২৩ | আপডেট: ২২ অক্টোবর ২০১৮ ১৬:৫০
।। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।।
ঢাকা : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ঢাবির বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষকে চাকরির জন্য ৯ লাখ টাকা ঘুষ দিতে গিয়ে এক চাকরিপ্রার্থী আটক হয়েছেন।
রোববার (১৫ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বাংলা বিভাগে বিশ্বজিৎ ঘোষের অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
আটক চাকরিপ্রার্থী হলেন ইলিয়াস হোসেন (৩২)। তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তিনি পাবনার সুজানগর থানার মধুপুর গ্রামের মো আব্দুল হামিদ খান ও সুফিয়া খাতুনের ছেলে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর মো. গোলাম সারোয়ার বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য স্যার নিয়োগ পান গত জুনে। এ বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন পদে নিয়োগ সার্কুলার দেওয়া হয়। সেখানে ‘অফিসার পদে’ আবেদন করেন ইলিয়াস। তারপর থেকেই তিনি চাকরির জন্য বিভিন্ন সময় উপাচার্য স্যারের কাছে ধরনা দিতে থাকেন।’
এর আগেও একবার ইলিয়াস অধ্যাপক বিশ্বজিৎকে ১৪ লাখ টাকা ঘুষ দিতে চান এবং চাকরি চেয়ে মোবাইলে বিভিন্ন সময়ে এসএমএস দেন। যার প্রমাণ উপাচার্য স্যারের কাছে আছেন বলে জানান গোলাম সারোয়ার।
তিনি বলেন, ‘ভিসি স্যারের কাছ থেকে কোনো ধরনের সাড়া না পেয়ে ইলিয়াস সর্বশেষ ভিসি স্যারের গাড়িচালককে ম্যানেজ করেন। চালকের সঙ্গে সখ্যতা গড়ে তিনি ভিসি স্যারের গতিবিধি লক্ষ্য করতেন।’
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রওশন আলম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অবকাঠামো না থাকায় আমরা ধানমন্ডিতে একটি লিয়াজোঁ অফিসে অফিশিয়াল কাজ চালিয়ে যাচ্ছি। ভিসি স্যার সে জন্য ঢাকায়ই আছেন। চাকরির জন্য বেপরোয়া এ যুবক স্যারকে ফলো করার জন্য ঢাকার কাঁটাবনে আল-বারাকা টাওয়ারের ১২/বি-২ ফ্ল্যাটে থাকা শুরু করেন। সর্বশেষ রোববার (১৫ এপ্রিল) সকালে উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষের ঢাকা বিশ্ববিদ্যালয় অফিস কক্ষে সকাল ১১টার দিকে এই চাকরিপ্রার্থী আসেন।’
রওশন আলম বলেন, ‘ভিসি স্যারের রুমে এসে ইলিয়াস বলেন, স্যার আপনার জন্য একটা উপহার আছে। এই বলে স্যারের টেবিলে ৯ লাখ টাকার একটি প্যাকেট রাখেন। টাকা দেখে স্যার ধমক দিলে ইলিয়াস দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় স্যারও পেছনে চিৎকার দিতে দিতে দৌড় দেন। সে সময় ছাত্ররা এসে ইলিয়াসকে ধরে ফেলে। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ বলেন , ‘সকাল ১১ টার দিকে আমি আমার অফিস রুমে ছিলাম। এ সময় ছেলেটি আসে। সে আমার টেবিলে একটি ব্যাগ রাখে। এতে কী আছে জানতে চাইলে, সে চুপ ছিল। পরে আমি ব্যাগ খুলে দেখি টাকা। আমি তাকে ধরতে চাইলে সে দৌড় দেয়। এ সময় কলাভবনের কয়েকজন ছাত্র তাকে ধরে ফেলে আমার অফিসে নিয়ে আসে। পরে তাকে কলা অনুষদের ডিন অফিসে নিয়ে যাই। সেখান থেকে তাকে শাহবাগ থানায় পাঠানো হয়।’
শাহবাগ থানার ওসি (তদন্ত) আবুল হোসেন বলেন , ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘুষ দিতে চাইলে ছাত্ররা একজনকে আটক করে। পরে আমরা গিয়ে তাকে থানায় নিয়ে এসেছি।’
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা আবুল হোসেন।
সারাবাংলা/আরএম/একে