Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ন্যাটো কি রাশিয়াকে ভয় পায়— প্রশ্ন জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মার্চ ২০২২ ১৭:১৪

রাশিয়ার বিরুদ্ধে ন্যাটোর মোট অস্ত্রের ভগ্নাংশও ব্যবহৃত হচ্ছে না বলে বিরক্তি প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। তিনি ন্যাটোর অস্ত্রের এক শতাংশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে চান বলেও মন্তব্য করেছেন। রাশিয়ার বিরুদ্ধে ন্যাটো অস্ত্র ব্যবহার করছে না বলে অভিযোগ তুলে জেলেনস্কির প্রশ্ন, ন্যাটো কি রাশিয়াকে ভয় পায়?

জেলেনস্কি বলেন, আমরা ন্যাটোর কাছ থেকে তাদের ১ শতাংশ ট্যাংক ও ১ শতাংশ যুদ্ধবিমান চাই। এতেই চলবে। আমরা আর বেশি কিছু চাইব না।

বিজ্ঞাপন

ন্যাটোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে জেলেনস্কি বলেন, আমরা ৩১ দিন ধরে অপেক্ষা করছি। ইউরো-অ্যাটলান্টিক কমিউনিটির নেতৃত্বে কে? রাশিয়া ভয় দেখিয়ে কি ন্যাটোর নেতৃত্ব দিচ্ছে?

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। এর পরপরই রাশিয়ার উপর ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে পশ্চিমা দেশগুলো। তবে ইউক্রেন ন্যাটো সদস্য না হওয়ায় সরাসরি যুদ্ধে জড়ায়নি কোনো পক্ষ। যদিও ইউক্রেনে বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্ররা।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর