সংসদের ১৭তম অধিবেশন শুরু কাল
স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ২০:১৭
২৭ মার্চ ২০২২ ২০:১৭
ঢাকা: একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হচ্ছে কাল। সোমবার (২৭ মার্চ) বিকেল ৫টায় এই অধিবেশন বসবে। এটি ২০২২ সালের দ্বিতীয় অধিবেশন।
গত ৯ মার্চ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এই অধিবেশন ৫ কার্যদিবস চলতে পারে। এরপর শুরু হবে সংসদের বাজেট অধিবেশন।
অধিবেশনকে কেন্দ্র করে সংসদ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে সবধরনের সভা-সমাবেশ। সংসদে অংশগ্রহণকারী এমপিদের করোনা পরীক্ষারও ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারাও করোনা পরীক্ষা করে সংসদে প্রবেশ করতে পারবেন বলে জানা গেচে।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম