Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আধিপত্য বিস্তার: রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২২ ১৭:১৯ | আপডেট: ২৮ মার্চ ২০২২ ০০:১৮

নরসিংদী: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুই পক্ষের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত পাঁচ জন।

রোববার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহতের নাম আজহার মিয়া (৪৫)। তিনি গৌরীপুর গ্রামের মৃত আয়দার আলীর ছেলে। আজহার পেশায় মালবাহী নৌকার মাঝি ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন ধরে মুছাপুর গ্রামের পাঠান বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গত কয়েক দিন আগে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই আজহার মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন অন্তত পাঁচ জন।

রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান জানান, দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে এক জন নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সারাবাংলা/টিআর

আধিপত্য বিস্তার সংঘর্ষে নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর