Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবিকে গুচ্ছ পদ্ধতিতেই থাকার অনুরোধ শিক্ষামন্ত্রীর

জবি করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২২ ১৯:২৯

শিক্ষামন্ত্রী দীপু মনি, ছবি: সারাবাংলা

জবি: গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের না হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ জাতিরাষ্ট্র সৃষ্টির মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এই অনুরোধ করেন। জাবি শিক্ষক সমিতির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে দীপু মনি বলেন, ‘ভর্তি পরীক্ষায় হয়রানি কমাতে আমরা গুচ্ছ পদ্ধতির কথা বলেছি। একটা সিস্টেম যখন চালু হয় তখন কিছু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। আমি প্রথমবার চেষ্টা করছি, কিছু ত্রুটি বিচ্যুতি হয়ত রয়েছে৷ এ সব ত্রুটিকে আমরা আগামীতে আশা করি দূর করতে পারব। তাই গুচ্ছ পদ্ধতিকে আরও সংহত করতে হবে। এটা থেকে দূরে সরে যাওয়া উচিত হবে না। গুচ্ছ থেকে বেরিয়ে না যেতে আপনাদের কাছে অনুরোধ রইল।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ধারণ ক্ষমতা অনুযায়ী যেন শিক্ষার্থী ভর্তি করানো হয়। ধারণ ক্ষমতার অতিরিক্ত ভর্তি করিয়ে আবাসন, খাবার ও ক্লাসরুম সংকট না হয়- এসব নিয়ে ভাবতে হবে। আমরা শুধু সংখ্যার দিকে তাকাবো না, আমাদের ভারসাম্যতার দিকেও দৃষ্টি দিতে হবে।’

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের অবদানের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে জানলে আমরা এ ভূখণ্ডকে জানবো, আমরা এ ভূখণ্ডের মানুষের আশা-আকাঙ্ক্ষা ও স্বপ্নের কথা জানবো। আমরা সেই অতীতের ওপর ভিত্তি করে, বর্তমানে দাঁড়িয়ে কোনো ভবিষ্যত তৈরি করতে চাই তার একটা স্পষ্ট দিক নির্দেশনা পাব। সেজন্যে বঙ্গবন্ধুকে জানা খুব জরুরি।’

দীপু মনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সবসময় ন্যায্য দাবির পক্ষে ছিল। বিভিন্ন সময়ে তিনি বাঙালিকে একে একে এ স্বাধীনতার জন্য তৈরি করেছিলেন। তিনি কখনই কোনো হঠকারী সিদ্ধান্তে যেতে চাননি। তার যে স্বপ্ন স্বাধীন বাংলার, তা তিনি সবার মধ্যে সঞ্চারিত করেছিলেন এবং সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার রূপরেখাও তৈরি করে দিয়েছিলেন।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং স্বাগত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান।

এ সময় জবি’তে বঙ্গবন্ধু চেয়ার ও বঙ্গবন্ধু রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও দ্রুত নতুন ক্যাম্পাসের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন শিক্ষক সমিতির (জবিশিস) সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মো লুৎফর রহমান। পরবর্তীতে শিক্ষামন্ত্রী তাদের এ দাবিতে সায় দিয়ে দ্রুত তা বাস্তবায়নের আশ্বাস দেন।

আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, প্রক্টর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সদস্য, শিক্ষার্থী, কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষামন্ত্রী দীপু মনি


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর