Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশি প্রভুদের খুশি করতেই বাম ঐক্যজোটের হরতাল’

সারাবাংলা ডেস্ক
২৮ মার্চ ২০২২ ১১:২৯

ঢাকা: বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ‘যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে সারা বাংলার যুবসমাজ আজ ঐক্যবদ্ধ। যখনই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ ঠিক তখনই জামাত-বিএনপির দোসর বাম ঐক্যজোট এই অবৈধ হরতালের ডাক দিয়েছে। কিন্তু এদেশের মানুষ আর হরতাল মানে না। রাজধানীর কোথাও হরতালের চিহ্ন নাই। বিদেশি প্রভুদের খুশি করতেই ছিলো তাদের হরতালের ডাক।’

বিজ্ঞাপন

ঢাকা মহানগরীতে বাম জোটের ডাকা অর্ধবেলা অবৈধ হরতালের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে সোমবার (২৮ মার্চ) ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সেইখানেই যুবলীগ সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘হরতালের নামে যদি কোথাও নৈরাজ্যের সৃষ্টি হয় তার দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ। হরতাল ডাকা যদি তাদের গণতান্ত্রিক অধিকার হয়, তাহলে রাস্তায় বের হওয়াও জনগণের অধিকার। জনগণের অধিকার রক্ষায় যুবলীগ সবসময় ঐক্যবদ্ধ থাকবে।’

কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেলসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতারা।

সারাবাংলা/এমও

বাম ঐক্যজোট বিদেশি প্রভু যুবলীগ হরতাল

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর