সেচের পানি না পেয়ে ২ কৃষকের আত্মহত্যা: মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
২৯ মার্চ ২০২২ ১২:৩৫
ঢাকা: জমিতে সেচের পানি না পেয়ে বিষপান করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠির দুই কৃষকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কৃষি মন্ত্রণালয়। চার সদস্যের এই কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) এক অফিস আদেশে এই তথ্য জানা গেছে। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (সার ব্যবস্থাপনা ও মনিটরিং) মো. আবু জুবাইর হোসেন বাবলুকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- রাজশাহীর জেলা প্রশাসক, নাটোর বিএসডি’র নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন এবং নওগাঁ বিএমডিএ’র নির্বাহী প্রকৌশলী মো. সমশের আলী।
জমিতে পানি দেয়নি পাম্প অপারেটর, ক্ষোভে কৃষকের আত্মহত্যা
অফিসে আদেশে সারাবাংলায় এ সংক্রান্ত খবর প্রকাশের কথা উল্লেখ করে বলা হয়, কৃষক দু’জনের মৃত্যুর কারণ এবং সেচের পানি সময়মতো না পাওয়ার কারণ সরজমিনে তদন্ত করে সাত কর্মদিবসের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, জমিতে পানি না পেয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিনাথ মারান্ডির (৩৬) ও তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭) বিষপান করে মারা গেছেন। দু’জন একসঙ্গেই কীটনাশক পান করেছিলেন। পানির জন্য তারা ১০-১২ দিন ধরে ঘুরছিলেন। গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন পানি দিচ্ছিলেন না।
আরও পড়ুন: জমিতে পানি না দেওয়ায় বিষপান করা আরেক কৃষকেরও মৃত্যু
সারাবাংলা/ইএইচটি/এমও
২ কৃষকের আত্মহত্যা আত্মহত্যা কৃষকের আত্মহত্যা জমিতে পানি পাম্প অপারেটর রাজশাহী মেডিকেল কলেজ