Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাম ভাইদের হরতালে হাস্যরস সৃষ্টি হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২২ ১৭:১৯

চট্টগ্রাম ব্যুরো: হরতাল ডেকে বাম দলগুলো জনগণের মধ্যে হাস্যরসের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই কথা বলেন।

বিএনপি বাম দলগুলোকে দিয়ে হরতাল আহ্বান করেছে—এমন দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘এক কোটি ফ্যামিলি কার্ডে পাঁচ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য দেওয়ায় বাজারে দ্রব্যমূল্য কমে গেছে। এর ফলে জনগণের মধ্যে যখন স্বস্তি ফিরে এসেছে, তখন বিএনপির অস্বস্তি বেড়ে গেছে। তারা বাম ভাইদের দিয়ে হরতাল ডাকল। হরতাল ডেকে জাফরউল্লাহ সাহেব নিজে সপরিবারে লন্ডন চলে গেলেন।’

‘আর বাম ভাইদের হরতালের সময় ঢাকা শহরে প্রচণ্ড যানজট ছিল। বাম ভাইদের আমি সম্মান করি, তারা স্বাধীনতার পক্ষের শক্তি। কিন্তু তারা কেন হরতাল করে জনগণের মধ্যে হাস্যরসের সৃষ্টি করলেন, সেটি আমার প্রশ্ন।’

দ্রব্যমূল্য ইস্যুতে বিএনপি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি একদিকে মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের উৎসাহ দিয়েছে পণ্য মজুত করার জন্য এবং পণ্যের মূল্য বাড়ানোর জন্য, অন্যদিকে জনগণকে বিভ্রান্ত করার জন্য কর্মসূচি দিয়েছে। বিএনপির কাজই হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা। পদ্মাসেতু নির্মাণ শুরুর পর ছেলেধরা গুজব ছড়িয়েছিল। করোনার ভ্যাকসিন না নেওয়ার জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পরে নিজেরাই গোপনে টিকা নিয়েছে। লজ্জা শরম ভেঙে কেউ কেউ জনসম্মুখেও ভ্যাকসিন নিয়েছে।’

বিজ্ঞাপন

‘সারাদেশে বিএনপিকে খুঁজে পাওয়া যায় না। বিএনপি আছে শুধু টেলিভিশনের পর্দায়। টেলিভিশনের সাংবাদিকরাই মূলত বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। মাঝে-মধ্যে দুয়েকটি সমাবেশ করে। সেই সমাবেশে আবার নিজেরা নিজেরা মারামারি করে।’

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আসলাম খাঁন।

সারাবাংলা/আরডি/এসএসএ

হরতালে হাস্যরস

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর