Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি-জামায়াত-আ.লীগকে চিনি, ভর করার সুযোগ নেই’

সারাবাংলা ডেস্ক
২৯ মার্চ ২০২২ ১৯:১৩

চট্টগ্রাম ব্যুরো: হরতাল চলাকালে পুলিশের বাধা-হামলার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে নগরীর সিনেমা প্যালেস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার সভাপতি অশোক সাহা।

বামদলের ওপর বিএনপি-জামায়াত ভর করেছে— চট্টগ্রামের এক আওয়ামী লীগ নেতার এমন বক্তব্যের জবাবে অশোক সাহা বলেন, ‘বাম গণতান্ত্রিক জোটের ওপর বিএনপি-জামায়াত কিংবা আওয়ামী লীগের ভর করার সুযোগ নেই। আমরা এদের চিনি। আমরা মনে করি, এই দলগুলোর মধ্যে নীতির প্রশ্নে কোনো পার্থক্য নেই। কারণ, বামজোট জনগণের স্বার্থে তার সংগ্রামের প্রশ্নে, তার কতর্ব্যের প্রশ্নে সবসময় সচেতন। যে বাজার সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য বেড়েছে এবং সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, সেই জোটে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির লোকজন আছে।’

‘সুতরাং বাম জোটের বিএনপি-জামায়াতের মতো প্রতিক্রিয়াশীল শক্তির পক্ষে থাকার প্রশ্নই ওঠে না। একইভাবে আওয়ামী লীগের পক্ষে থাকারও প্রশ্ন ওঠে না। আমরা বাম গণতান্ত্রিক জোট আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও বিএনপি-জামায়াত জোটের বাইরে জনগণকে সঙ্গে নিয়ে একটি বিকল্প শক্তি গড়ে তুলে রাষ্ট্রক্ষমতায় যাবার লক্ষ্যে কাজ করছি।’

অশোক সাহা আরও বলেন, ‘আমরা হরতাল করেছি গরীব, মেহনতি, শ্রমজীবী মানুষের জন্য। দেশের ৯৫ শতাংশ মানুষের জন্য। শক্তি প্রদর্শনের হরতাল করিনি। আমাদের সাধ্য অনুযায়ী মানুষের কাছে প্রতিবাদ-প্রতিরোধের বার্তা পৌঁছানোর জন্য হরতাল করেছি। আমরা মনে করি, আমাদের হরতালে মানুষের মধ্যে প্রতিবাদের সাহস ফিরিয়ে এনেছে। এভাবেই মানুষ জেগে উঠবে এবং সকল অন্যায়-অপকর্মের জবাব দেবে।’

এর আগে, সোমবার বাম জোটের আধাবেলা হরতাল চলাকালে হরতালবিরোধী এক জমায়েতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘কথিত বামদের ওপর বিএনপি-জামায়াত ভর করেছে।’ অন্যদিকে মঙ্গলবার চট্টগ্রামে এক রাজনৈতিক সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ অভিযোগ করেন, বিএনপি বাম দলগুলোকে দিয়ে হরতাল আহ্বান করেছে।

বাসদ নেতা রায়হান উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, বাসদের জেলা সদস্য মহিন উদ্দিন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদ এবং গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক হাসান মারুফ রুমী। এসময় সিপিবির জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, বাসদের জেলা ইনচার্জ আল কাদেরি জয়সহ বাম জোটের নেতারা ছিলেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সারাবাংলা/আরডি/টিআর

বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ সমাবেশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর