Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিয়েভে হামলা ব্যাপক মাত্রায় কমানোর ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২২ ১৯:৫৫

ইউক্রেনের রাজধানী কিয়েভের আশেপাশে সামরিক কার্যক্রম উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস করার ঘোষণা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৯ মার্চ) রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী অ্যালেক্সান্ডার ফোমিন এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন প্রতিনিধিদলের বৈঠকের ঠিক আগে এ ঘোষণা দেন রুশ মন্ত্রী। তবে তিনি জানান, এ বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা ইস্তাম্বুলের আলোচনা শেষে দেওয়া হবে।

আগামীতে কিয়েভে আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়ে সাংবাদিকদের ফোমিন বলেন, আমরা আশা করি, কিয়েভে মূল সিদ্ধান্ত নেওয়া হবে এবং আরও স্বাভাবিক কাজের জন্য শর্ত তৈরি করা হবে। যুদ্ধবন্দীদের সঙ্গে মানবিক আচরণসহ জেনেভা কনভেনশন সম্পূর্ণরূপে মেনে চলার ব্যাপারেও সিদ্ধান্ত হবে বলে আমরা আশা করি।

রাশিয়ার এমন সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ফোমিন বলেন, ইউক্রেনের নিরপেক্ষতা এবং পারমাণবিক অস্ত্রহীন অবস্থার তৈরির শর্তে একটি চুক্তি প্রস্তুতি সংক্রান্ত আলোচনা চলছে। সেইসঙ্গে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি প্রদানের বিষয়েও ব্যবহারিক পর্যায়ে প্রবেশ করতে রাশিয়া কিয়েভে হামলা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে।

ফোমিন বলেন, কিয়েভের আশেপাশে সামরিক কার্যক্রম হ্রাস করার কারণে পারস্পরিক আস্থা বাড়বে এবং আলোচনার পথ আরও বিকশিত হবে।

সারাবাংলা/আইই

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর