Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবিতে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২২ ২৩:১১

রংপুর: ভলিবল খেলায় কটুক্তির ঘটনাকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুটি গ্রুপের সংঘর্ষে এক কর্মী গুরুতর আহত হয়েছে। আহত ওই শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিচে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ইতিহাস ও প্রত্নতত্ত্ব এবং মার্কেটিং বিভাগের মধ্যে ভলিবল খেলা চলাকালে দুই বিভাগের শিক্ষার্থীদের কটুক্তির ঘটনায় হাতাহাতিতে জড়ায় শিক্ষার্থীরা। পরে ঘটনার রেষ ধরে বঙ্গবন্ধু হলের নিচে গিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের পদপ্রত্যাশী সুব্রত এবং নোমান গ্রুপের সমর্থকরা। এ ঘটনায় নোমান গ্রুপের কর্মী ইতিহাস বিভাগের শিক্ষার্থী মেজবাহুল সরকার জয় আহত হন। পরে ঘটনাস্থলে পুলিশ ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিজ্ঞাপন

এদিকে সংঘর্ষের কারণে এদিনের ভলিবল খেলা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, ‘ভলিবল খেলায় কটুক্তির ঘটনায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির পর বঙ্গবন্ধু হলের নিচে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীদের দুটি গ্রুপ। ক্যাম্পাসে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেদিকে খেলায় রাখছে প্রক্টরিয়াল বডি।’

শারীরিক শিক্ষা শাখার পরিচালক খন্দকার জাহাঙ্গীর আলম নীরব বলেন, ‘খেলায় দুই বিভাগের হাতাহাতির ঘটনায় আজকের খেলা স্থগিত করা হয়েছে। তবে আগামীকালের খেলা যথাসময়ে শুরু হবে।’

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইজার আলী বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

ছাত্রলীগ বেরোবি সংঘর্ষ

বিজ্ঞাপন

চট্টগ্রামে মিরাজময় একটা দিন
৩০ এপ্রিল ২০২৫ ১৯:০২

চিন্ময় দাসের জামিন স্থগিত
৩০ এপ্রিল ২০২৫ ১৮:৫৩

আরো

সম্পর্কিত খবর