Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিএনজি স্টেশন বন্ধের সময় বাড়ল আরও ১ ঘণ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ১০:৫৭

ঢাকা: রমজানে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে দেশের সিএনজি স্টেশনগুলো ৫ ঘণ্টার পরিবর্তে ৬ ঘণ্টা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকাল ৫টা থেকে রাত ১১ টা পর্যন্ত বন্ধ রাখতে হবে।

বুধবার (৩০ মার্চ) পেট্রোবাংলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আসছে পবিত্র রমজান মাসের শুরু থেকে ঈদুল ফিতর পর্যন্ত বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশের সকল সিএনজি স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এ সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশের সিএনজি স্টেশনগুলোকে উল্লেখিত সময় অনুযায়ী গ্যাস সরবরাহ বিশেষভাবে বন্ধ রাখার অনুরোধ করা যাচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নে গ্যাস বিতরণ কোম্পানির ভিজিল্যান্স টিমগুলো নিয়মিত মনিটরিং করবে। তারা সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, এর আগে ১ মার্চ প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা দেশের সকল সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

সারাবাংলা/জেআর/এএম

টপ নিউজ রমজান সিএনজি স্টেশন

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর