Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনফিনিক্সের ‘হট ইলেভেনএস’ বাংলাদেশের গেমারদের কাছে ‘হটকেক’

সারাবাংলা ডেস্ক
৩০ মার্চ ২০২২ ১২:০০

বাংলাদেশি গেমারদের প্রত্যাশা পূরণে ইনফিনিক্স ‘হট ইলেভেনএস’ ডিভাইস নিয়ে এসেছে উন্নত মানের গেম খেলার সুযোগ। যারা গেম খেলতে পছন্দ করেন তাদের কাছ থেকে নতুন এই ডিভাইসটি ব্যাপকভাবে ইতিবাচক সাড়া পেয়েছে। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পর্যালোচনাকারী ও ইউটিউবাররা এই ফোনের চমৎকার গেমিং বৈশিষ্ট্যগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

সৌন্দর্য, শক্তি ও উদ্ভাবন মিলিয়ে ইনফিনিক্স মোবাইলের হট ইলেভেন এস এখন বাংলাদেশি গেমারদের কাছে একটি অত্যন্ত চাহিদাসম্পন্ন ও আকর্ষণীয় স্মার্টফোন হিসেবে ভীষণ সমাদৃত হয়ে উঠেছে। ইনফিনিক্স হট সিরিজের ‘গেম অন’ স্লোগানটিও বেশ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপন

এই পাওয়ার-প্যাকড ডিভাইসটিতে গেমিং প্রসেসর হেলিও জি৮৮ নাইনটি হার্টজ এফএইচডি+ ডিসপ্লে এবং বিশাল স্টোরেজ সুবিধা, ৬ জিবি র‌্যাব এবং আরও পাঁচ জিবি বর্ধিত র‌্যামের সুবিধা রয়েছে। সব মিলিয়ে একটি সাশ্রয়ী বাজেট সীমার মধ্যেই রয়েছে উচ্চ প্রযুক্তিসম্পন্ন এই মোবাইল ফোনের দাম।

বাংলাদেশের বাজারে ইনফিনিক্স হট ইলেভেন এস মোবাইল ফোনসেটের দাম ছিল ১৫,৯৯০ টাকা। মূল্যছাড়ে এখন তা সারা দেশে ১৫,১৯০ টাকা দামে বিক্রি হচ্ছে।

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর