অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়ালেন টাকা ও স্মার্টফোন
৩০ মার্চ ২০২২ ২৩:১৪
ঢাকা: রাজধানীতে চলন্ত বাসে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ইয়াজুল হক (৩৮) নামে এক কেমিক্যাল ব্যবসায়ী ৪০ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন খুইয়েছেন।
বুধবার (৩০ মার্চ) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
ইয়াজুল হকের চাচাতো ভাই মো. নিয়ন সুমন জানান, নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার জোয়ার্দি গ্রামে থাকেন তারা। পাশের ওলিপুরা বাজারে কেমিক্যালের দোকান রয়েছে ইয়াজুল হকের। দুপুরে এলাকা থেকে ‘যাতায়াত’ পরিবহনের একটি বাসে ঢাকায় আসছিলেন ইয়াজুল। পথে বাসের ভেতর এক হকারের কাছ থেকে হালুয়া কিনে খান। এরপর অচেতন হয়ে পড়েন। বাসের সিটে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাস শ্রমিকরা তাকে যাত্রাবাড়ী মোড়ে নামিয়ে রেখে চলে যায়। ইয়াজুলের কাছে ৪০ হাজার টাকা ও একটি স্মার্টফোন ছিল। সেগুলো পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার পাকস্থলী পরিষ্কার করার পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। স্বজনদের দাবি, ইয়াজুলের কাছে ৪০ হাজার টাকা ও স্মার্টফোন ছিল। কিন্তু সেগুলো পাওয়া যায়নি।
সারাবাংলা/এসএসআর/পিটিএম