Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে দাবি


১৫ ডিসেম্বর ২০১৭ ১৩:০৮

স্টাফ করেসপন্ডেন্ট

অবিলম্বে ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীদের পূর্ণ নাগরিকত্বসহ মিয়ানমারে নিরাপদে প্রত্যাবাসনের দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন।

জাতীয় প্রেসক্লাবের সামনে আজ শুক্রবার ১২টি শ্রমিক সংগঠনের উদ্যেগে গঠিত ‘বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সলিডারিটি কমিটি ফর রোহিঙ্গা’র উদ্যোগে আয়োজিত এক অনশনে তিনি এ দাবি জানান।

অনশন অনুষ্ঠানে আমিরুল হক আমিন আরও বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর পরিচালিত হত্যাযজ্ঞসহ সব কর্মকাণ্ড পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ডের অন্যতম।  তাদের অবিলন্বে স্বদেশ ফেরত নেওয়ার ব্যবস্থা করতে হবে।’

তিনি বলেন, ‘মিয়ানমারে পরিচালিত হত্যাযজ্ঞের পরিপ্রেক্ষিতে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখো রোহিঙ্গাকে বাংলাদেশে মানবিক আশ্রয় দেওয়ায় আমাদের প্রধানমন্ত্রী সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন।’

আমিরুল হক আরও বলেন, ‘অসহনীয় নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠন ও মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য কূটনৈতিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ দেশে নাগরিক হিসেবে বসবাসের অধিকার এবং নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক জনমত গঠনের জোর প্রচেষ্টা চালানোর ফলে রোহিঙ্গাদের অধিকারের পক্ষে আজ বিশ্ব জনমত গঠিত হয়েছে।’

অনশনে অন্যানে্যর মধ্যে উপস্থিত ছিলেন কামরুল আহাসন, এম দোলোয়ার হোসেন, সালাউদ্দিন স্বপন প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর