দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকছে রাবিতে
৩১ মার্চ ২০২২ ১৪:৪৮
রাবি: ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে রাবি’র ভর্তি পরীক্ষা উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডীন অধ্যাপক ড. ফজলুল হক সভা শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে অধ্যাপক ড. ফজলুল হক বলেন, এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের বিষয়ে আজকের সভায় (বৃহস্পতিবার) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনটি (এবিসি) ইউনিটে ৪টি শিফটে পরীক্ষা হবে। প্রতি ইউনিটে ৭২ হাজার ভর্তিচ্ছু পরীক্ষা দিতে পারবে।
তিনি আরও জানান, ২৪ জুলাই- ২৭ জুলাই পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন চলবে ২৫ মে- ৯ জুন পর্যন্ত। পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত আবেদন করতে হবে ১৫ জুন-২৮ জুনের মধ্যে।
সারাবাংলা/এনএস