সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মেয়র হাছিনা গাজী
৩১ মার্চ ২০২২ ১৯:৩৭
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গঠনের স্বপ্ন দেখেছিলেন। শত বাধা-বিপত্তি পেরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সেই সোনার বাংলা গঠন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ইছাপুরা এলাকায় রমজান উপলক্ষে অসহায় হতদরিদ্রদের জন্য ‘ফ্রি বাজার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীরপ্রতীক) নির্দেশনায় রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলীর উদ্যোগে এই আয়োজন করা হয়।
রমজান উপলক্ষে এই ‘ফ্রি বাজার’ থেকে রূপগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকার ৪ হাজার পরিবার বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নিতে পেরেছে। পণ্যসামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, চিনি, ছোলা বুট, খেজুর, আলু, মুড়ি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে উল্লেখ করে রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার। এই সরকার কথায় ও কাজে বিশ্বাসী। অতীতে কোনো সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতিই প্রমাণ করছে, উন্নয়নবান্ধব আওয়ামী লীগ সরকার দেশকে কতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছে।’
রমজানে সমাজের অসহায় ও দুঃস্থ মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে হাছিনা গাজী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার গরীব ও অসহায় মানুষের জন্য কল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সবাইকে এগিয়ে আসা উচিৎ। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরা যদি তাদের কল্যাণে কাজ করে তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।’
এসময়, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহন মিয়া, আওয়ামী লীগ নেতা মনির হোসেন, নবী হোসেন ও মুরাদ হাসান, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ জিলানী, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি জিন্নাত জাহানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এমও