Monday 30 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার: বস্ত্র ও পাটমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২২ ২০:১৯

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সমৃদ্ধশালী দেশ। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, শিক্ষায় উন্নত। বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসাসহ নানা নাগরিক সুবিধা এখন বিদ্যমান।

বৃহস্প‌তিবার (৩১ মার্চ) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা প‌রিষদ মিলনায়তনে রূপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লেন, ‘শিক্ষার্থীদের মধ্যে নতুন বই, উপবৃত্তি ও মেধাবৃত্তি প্রদান, শিক্ষায় উন্নয়ন, নারী জাগরণ, করোনায় ভ্যাকসিন প্রদান, আশ্রয়ন প্রকল্প, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ সুবিধাভোগীদের মধ্যে ভাতা প্রদান অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের সার্বিক উন্নয়ন হয়।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে এবং দেশের মানুষের কল্যাণে জননেত্রী শেখ হাসিনা দিনরাত নিরলসভাবে উন্নয়ন কাজ করে যাচ্ছেন। দেশে সব ধরনের উন্নয়নের ছোঁয়া আমরা পেয়েছি। এক্ষেত্রে সব অবদান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছেন সে উন্নয়ন অব্যাহত থাকলে শীঘ্রই আমরা মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশে পরিণত হবো।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপ‌তি‌ত্বে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহমেদ আলমাছ, উপজেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার আমান উল্লাহ আমানসহ অনেকে।

পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও কৃতি শিক্ষার্থীদের মা‌ঝে পুরস্কার তুলে দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

অপরদিকে, বৃহস্প‌তিবার (৩১ মার্চ) বিকেলে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার ব্রাহ্মণখালী এলাকায় জনতা উচ্চ বিদ্যালয়ে বা‌র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সেবে যোগ দেন, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

সে সময়, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করেছে। আগের সরকারগুলো শিক্ষার্থীদের হাতে ছেঁড়াফাড়া পুরনো বই তুলে দিতো। এখনকার সরকার বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে ঝকঝকে নতুন বই তুলে দিচ্ছে। এতে করে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। এ ছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ হ‌য়ে‌ছে। দে‌শের এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, যেখা‌নে নতুন ভবন নির্মাণ করা হয়নি।’

রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়ার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে বক্তব্য রা‌খেন রাজধানী উন্নয়ন কর্তৃপ‌ক্ষ (রাজউক) চেয়ারম্যান আমিন উল্লাহ নুরী, রাজধানী উন্নয়ন কর্তৃপ‌ক্ষ (রাজউক) এর সদস্য সামসু‌দ্দিন আহমদ চৌধুরী, রাজধানী উন্নয়ন কর্তৃপ‌ক্ষ (রাজউক) এর প্রধান প্র‌কৌশলী উজ্জল ম‌ল্লিক, রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফের‌দৌসী আলম নীলাসহ অনেকে।

সারাবাংলা/একে

গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ বস্ত্র ও পাটমন্ত্রী বস্ত্র মন্ত্রণালয়

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর