দেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে: গাজী গোলাম মর্তুজা
৩১ মার্চ ২০২২ ২৩:০৩
নারায়ণগঞ্জ: গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খেলাধুলায় এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার খেলাধুলায় বিশেষ নজর দিয়েছে। ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ শক্ত অবস্থানে রয়েছে। ফুটবলেও পিছিয়ে নেই। বাংলাদেশের সাফল্য বিশ্বের দরবারে ফুটে উঠেছে।’
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পবনকুল এলাকায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মেয়র হাসিনা গাজী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, ‘বিসিবির একজন পরিচালক হিসেবে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ করছি। আমরা চাই নারায়ণগঞ্জ থেকে ভালো মানের খেলোয়াড় জাতীয় পর্যায়ে সুযোগ পাক। রূপগঞ্জে গাজী ক্রিকেট একাডেমি করা হবে, সেখানে নারায়ণগঞ্জের সবাইকে অগ্রাধিকার দেওয়া হবে।’
তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিএম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুমসহ অনেকে।
সারাবাংলা/এমও