Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি দেশের কোনো উন্নয়ন করেনি: গাজী গোলাম মর্তুজা পাপ্পা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২২ ০৯:৩৪

নারায়ণগঞ্জ: গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা ব‌লে‌ছেন, ‘আওয়ামী লীগ সরকার মানেই উন্নয়ন। আওয়ামী লীগ সরকার আসে জনগণের উন্নয়নের জন্য। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় গেলেও দেশের উন্নয়ন নিয়ে তারা ভাবে না। এমনকি তারা দেশের কোনো উন্নয়নও করেনি।’

বৃহস্প‌তিবার (৩১ মার্চ) রা‌তে রূপগঞ্জ উপ‌জেলার শা‌ন্তিনগর এলাকায় সোনার বাংলা নাইট ডিগবার ফুটবল টুর্ন‌ামে‌ন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্রকে রাজপথে প্রতিহত করার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জা‌নি‌য়ে গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে ভালো কাজ করেছে, এমন একটা উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলুক। আজকে পর্যন্ত তারা বলতে পারেনি। নিজেরা ক্ষমতায় থেকেও কিছু করতে পারেনি, এজন্য আজ তারা প্রতিদিন উন্নয়নের বিরোধিতা করে কথা বলে। বিএন‌পি দে‌শের উন্নয়ন চায় না।

দ্রব্যমূল্য নিয়ে বিএনপি সারা দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ ক‌রে তিনি বলেন, বিএনপির কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো। করোনার কারণে এবং ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় কিছু কিছু পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় সারাদেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে বিএনপি। অসাধু ব্যবসায়ী ও মজুতদারদের তারা উৎসাহ দিয়েছে, যাতে তারা পণ্য মজুত করেন এবং পণ্যের মূল্যবৃদ্ধি পায়।

তারা‌বো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লী‌গের সভাপ‌তি আশরাফুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন রূপগঞ্জ উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেল, উপ‌জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি মাহাবুবুর রহমান মে‌হের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, তারা‌বো পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউ‌ন্সিলর মাহাবুবুর রহমান জাকা‌রিয়া, উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল সিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসু‌মসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

গাজী গোলাম মর্তুজা পাপ্পা

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর