Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুনিয়র চেম্বার কক্সবাজারের যাত্রা শুরু

সারাবাংলা ডেস্ক
১ এপ্রিল ২০২২ ১৫:৫৫

ঢাকা: তারুণ্যের উন্নয়নের অঙ্গীকার নিয়ে জুনিয়র চেম্বার কক্সবাজারের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে স্থানীয় একটি হোটেলে চেম্বারের অভিষেক, চেন হস্তান্তর এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।

তিনি বলেন, দেশে উচ্চতর ডিগ্রিধারী সবাই চাকরি চায়। কেউ ব্যবসায়ী বা উদ্যোক্তা হতে চায় না। এ কারণে অনেকক্ষেত্রে অগ্রযাত্রা আটকে আছে। এই চাকরির ধ্যান-ধারণা থেকে বেরিয়ে এসে নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করে অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন, জেসিআই কাজ করে দক্ষতা, জ্ঞান ও বুদ্ধির বিকাশের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন নিয়ে। যেন সুনাগরিক হিসেবে তরুণ সমাজ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। এরই ধারাবাহিকতায় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কক্সবাজারে জেসিআইয়ের যাত্রা শুরু হলো। এ অঞ্চলের তরুণরা জেসিআইয়ে যুক্ত হয়ে প্রত্যেকের রিসোর্স বিনিময়ের মাধ্যমে যোগাযোগ বাড়াবে তাতে নিজেদের দক্ষতার আরও উন্নতি হবে।

অনুষ্ঠানে আবু ফারহানকে কক্সবাজার জেসিআইয়ের সভাপতি নির্বাচিত করা হয়। এছাড়া জেসিআই কক্সবাজারের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহসার সাগর, ভাইস প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান ও তাহসীন লুৎফুর, লোকাল ট্রেইনিং কমিশনার আমজাদ মাহমুদ, জেনারেল লিগ্যাল কাউন্সিল হুমায়ন কবির রুবেল, ট্রেজারার ফয়সাল সিদ্দিকী, ডিরেক্টর মনোয়ার জিসান নাজিম উদ্দিন আহমেদ ও আরিফুর রহমান।

এ সময় জেসিআই কক্সবাজারের সভাপতি আবু ফারহানকে শপথ পড়ান কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট। একইসঙ্গে, তাকে চেন হস্তান্তর করেন কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট ও সাংসদ সাইমুম সরওয়ার কমল। পরে বোর্ড সদস্যদের শপথ পড়ান আবু ফারহান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআই ন্যাশনাল কমিটির ভাইস প্রেসিডেন্ট কামরুল ইসলাম, সাইফউদ্দৌল্লাহ, সেক্রেটারি জেনারেল জিয়াউল হক, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.মুজিবুল ইসলাম। পরে, জেসিআইর সাবেক সভাপতিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

সারাবাংলা/একেএম


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর