ফতুল্লায় আলমগীর হত্যা মামলার প্রধান ২ আসামি গ্রেফতার
১ এপ্রিল ২০২২ ১৮:০৬
নারায়ণগঞ্জ: ফতুল্লার বক্তাবলীতে প্রকাশ্য পিটিয়ে দিবালোকে সংঘটিত আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান ২ আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো ওমর ফারুক এবং আব্দুল আলী।
শুক্রবার (১ এপ্রিল) দুপুরে আদমজীতে র্যাব-১১ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, ২১ মার্চ বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় আলমগীর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের ভিডিও মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। হত্যার সঙ্গে জড়িত ২ আসামিকে ঢাকার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
নিহত আলমগীর আসামি ওমর ফারুকের মারুফা ব্রিক ফিল্ডে লোড-আনলোডের কাজ করত। পূর্ব শত্রুতার জেরে তাকে লোহার রড দিয়ে পিটিয়ে ও ছুরিকাঘাত করে আহত করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সারাবাংলা/এমও