নতুন কমিটিতে পদ পেতে দৌড়ঝাঁপ
১ এপ্রিল ২০২২ ১৮:১১
বরিশাল: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( পবিপ্রবি ) শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ-পদবি পেতে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সম্ভাব্যরা এরইমধ্যে তদবির শুরু করেছেন।
সভাপতি পদে প্রার্থীর সংখ্যা বেশি থাকলেও সাধারণ সম্পাদক পদে প্রার্থী কম। শুধু ছাত্রলীগ নয় সাধারণ শিক্ষার্থীদের মাঝেও আলোচনা শুরু হয়েছে; নতুন নেতৃত্বে আসছেন কারা?
নতুন কমিটি গঠন উপলক্ষ্যে এরইমধ্যে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করেছে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিরা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কৃষিকুঞ্জ ভবনে পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক মো. মুরশিদুর রহমান আকন্দ ও সদস্য আশিকুর রহমান রাজীব। উৎসবমুখর পরিবেশে ১ জন নারীসহ ৬০ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দেন।
সভাপতি পদে এখন পর্যন্ত যারা সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন তারা হলেন, নাহিদ মাহমুদ সাকিব, রেজওয়ানা হিমেল, তুহিন রায়হান, মো. মহাসিন, মো. আরাফাত ইসলাম সাগর, নাঈম হোসেন, মেহেদী হাসান তারেক, মো. সাইফ হোসেন, রাকিবুল ইসলাম রোমিও, রুবায়েত, শুভজ্যোতি চক্রবর্তী, হাসান মাহমুদ, আব্দুল্লাহ আল কাউসারসহ আরও কয়েকজন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মূল আলোচনায় রয়েছেন ইশরাক জুহায়ের বিশাল, তাফসীর সুফল ও নাজমুল ইসলাম সাগরসহ আরও কয়েকজন।
পবিপ্রবি ইউনিটে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-সাংস্কৃতিক সম্পাদক মো. মুরশিদুর রহমান আকন্দ বলেন, নতুন নেতৃত্বের জন্য মাদকমুক্ত এবং পারিবারিক রাজনৈতিক আদর্শ বিবেচনায় নেওয়া হবে।
দায়িত্বপ্রাপ্ত আরেক নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশিকুর রাজিব বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন-২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পদপ্রত্যাশীদের বিষয়ে গভীরভাবে খোঁজখবর নেওয়া হবে, যাতে কোনো অনুপ্রবেশকারীরা নেতৃত্ব না পায়।’
প্রসঙ্গত, গত ২৫ মার্চ দীর্ঘ প্রায় ৫ বছর পর পবিপ্রবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই ঘোষণা দেওয়া হয়।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ২৫ জুলাই পবিপ্রবি শাখা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন শেষে মোশায়েদুল ইসলাম সাদিকে সভাপতি ও মো. রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করে তখনকার কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
পরে ২০১৮ সালের ৯ মে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
সারাবাংলা/একে