ইলেকট্রনিক্সের দোকান ও গুদামে আগুন, ১৫ লাখ টাকার ক্ষতি
১ এপ্রিল ২০২২ ১৯:০৮
নেত্রকোনা: সীমান্তের দুর্গাপুরে একটি ইলেকট্রনিক্স পণ্যের দোকান ও গুদাম আগুনে পুড়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দবি ভুক্তভোগীদের।
দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শুক্রবার (১ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের উকিলপাড়ায় ওই দোকানে আগুন লাগার খবর পান তারা। পরে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মী সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে স্টেশন অফিসার শফিকুল বলেন, ‘ভোরবেলায় শহরের উকিলপাড়ার রাস্তা দিয়ে যাওয়া পথচারীরা শমশের আলীর ইলেকট্রনিক্স পণ্যের দোকানে আগুন দেখতে পান। পরে সেই আগুন পাশের পাণ্ডু সাহার ইলেকট্রনিক্স পণ্যের গুদামে ছড়িয়ে যায়। পথচারীদের চিৎকারে এলাকার মানুষজন ঘুম থেকে উঠে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।
দোকান মালিক শমশের আলী বলেন, ‘আমার সব শেষ অইয়া গেছে। দোকানে যা মালামাল আছিল সবডাই ছাই অইয়া গেছে। আমার কমপক্ষে ১৫ লাখ টাকার মাল আছিল দোকানডায়।’
গুদামে থাকা সব মালামালও পুড়ে গেছে জানিয়ে এর মালিক পাণ্ডু সাহা বলেছেন, ‘সব মিলায়ে ১৫ থেকে ১৬ লাখ টাকার পণ্য ছিল সেখানে।’
ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল বলেন, ‘বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই দোকানে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
সারাবাংলা/এমও