Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মজুত থেকে দৈনিক ১০ লাখ ব্যারেল তেল ছাড়বে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১ এপ্রিল ২০২২ ১৯:২৭

বিশ্ববাজারে তেলের যোগান ঠিক রেখে দাম নিয়ন্ত্রণে আনতে কৌশলগত মজুত থেকে জ্বালানি তেল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেনের প্রশাসনের এক নির্দেশে বলা হয়েছে, আগামী ছয় মাস দৈনিক ১০ লাখ ব্যারেল তেল বাজারে ছাড়া হবে।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের খবরে বিশ্ববাজারে তেলের দর হ্রাস পেয়েছে। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে রুশ তেলের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দর ব্যাপক বৃদ্ধি পেয়েছিল। বর্তমানে তেল সংকট বিশ্ব রাজনীতিতে বড় প্রভাবক হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

সংকট মোকাবিলায় আগামী ছয় মাসে মজুত থেকে বাজারে মোট ১৮০ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকদের মতে, তেলের এ যোগান চাহিদার বিপরীতে যথেষ্ট নয়। দৈনিক ১০ লাখ ব্যারেল তেল ক্রমবর্ধমান জ্বালানি সংকট সমাধান করবে না।

তবে জো বাইডেন অবশ্য তার দেশে জ্বালানি তেল উৎপাদন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, মজুত থেকে তেল সরবরাহ সাময়িক সমস্যা মোকাবিলার জন্য নেওয়া সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্র শিগগিরই তেলের উৎপাদন ব্যাপক মাত্রায় বৃদ্ধি করবে।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর