Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহেশপুর সীমান্তে সাড়ে ১২ কেজি সোনাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২২ ২০:২১

ঝিনাইদহ: মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি সোনাসহ ইব্রাহিম খলিল (৩৫) নামের একজনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার মাটিলা বিওপির লেবুতলা গ্রামের হাতির মোড় থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম খলিল মহেশপুর উপজেলা জাগুসা গ্রামে আব্দুল লতিফের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবি’র পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ প্রেস বিফ্রিংয়ে জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে সোনা আনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সে সময় মোটরসাইকেলসহ আটক করা হয় ইব্রাহিম খলিলকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা ১২ কেজি ৫৩০ গ্রাম ওজনের ৯৮টি ছোট ও ১টি বড় সোনার বার।

এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে মামলা দিয়ে ওই যুবককে মহেশপুর থানায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

সারাবাংলা/এমও

মহেশপুর সীমান্ত যুবক আটক সাড়ে ১২ কেজি সোনা

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর