Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে কিশোরের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২২ ১৩:৫২

ফরিদপুর: সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের উত্তর দয়ারামপুর এলাকার একটি ঘাস ক্ষেত থেকে সাব্বির বিশ্বাস (১৫) নামে এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ এপ্রিল) সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সিরডাঙ্গী গ্রামের ঘোড়ার গাড়ির চালক আলমগীর বিশ্বাসের ছেলে। সে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার খরচ জোগাতে সে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো।

বিজ্ঞাপন

সাব্বিরের চাচা জাহাঙ্গীর বিশ্বাস জানান, সাব্বির গোলডাঙ্গির পদ্মার চর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। শুক্রবার সকালে বাসা থেকে বের হয় সাব্বির। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, শনিবার সকালে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। অটোরিকশাটি ছিনতাই করে চালককে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সারাবাংলা/এএম

টপ নিউজ ফরিদপুর হত্যাকাণ্ড

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর