Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপগঞ্জে লিলি কেমিক্যালে আগুন, মৃত্যু বেড়ে ২

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২২ ১৫:০১ | আপডেট: ২ এপ্রিল ২০২২ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

নারায়ণগঞ্জ: জেলার রূপগঞ্জ উপজেলায় লিলি কেমিক্যাল কারখানায় লাগা আগুনে ৯ জন দগ্ধের ঘটনায় মুজাহিদ (২৩) নামে দগ্ধ আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।

শনিবার (২ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুজাহিদ। গতকাল শুক্রবার দুপুরে আকালু (৩৫) নামে আরও একজন মারা গিয়েছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা.এসএম আইউব হোসেন বলেন, মৃত মুজাহিদের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়ে ছিল। আজ (শনিবার) ভোরে তার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মৃত মুজাহিদের ভাতিজা মো. ফাহাদ জানান, তাদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হামিদপুর গ্রামে। বাবার শামস উদ্দিন শাহ। দুই ভাইয়ের মধ্যে মুজাহিদ ছিল বড়।

কারখানার মার্কেটিং অফিসার আব্দুল খালেক জানায়, কারখানায় আগুনের ঘটনায় ৯ জন শ্রমিক দগ্ধ হয়েছিলেন। দুইজন মারা গেছেন। বর্তমানে সাতজন দগ্ধ অবস্থায় ভর্তি আছেন।

এর আগে গত মঙ্গলবার (২৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার ভুলতা দক্ষিণ গোলাকান্দাইল এলাকার ওই কারখানাটিতে আগুন লাগে। এতে আটজন দগ্ধ হয়। দগ্ধরা হলেন— বায়েজিদ, রোকন, খাদেমুল, সজিব, রিপন, মেহেদী, মুজাহিদ, রাসেল ও আকালু। পরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।।

সারাবাংলা/এসএসআর/এনএস

নারায়ণগঞ্জ রূপগঞ্জ লিলি কেমিক্যাল কারখানা