Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়েতে যুক্ত হচ্ছে আরও অত্যাধুনিক ৪০ লোকোমোটিভ

স্পেশাল করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২২ ১৭:৪৯

ফাইল ছবি

ঢাকা: রেলের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যাত্রীসেবা বাড়াতে বাংলাদেশ রেলওয়েতে আরও ৪০টি লোকোমোটিভ যুক্ত হচ্ছে। ইতোমধ্যে এই ৪০ লোকোমোটিভের (ইঞ্জিন) ১৬টি বাংলাদেশে পৌঁছেছে, যার এখন ট্রায়াল চলছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে এসব লোকোমোটিভ (ইঞ্জিন) ট্রায়াল দেওয়া হচ্ছে। গত বৃহস্পতিবার (৩১ মার্চ) ঈশ্বরদি থেকে রাজশাহী রেলওয়ে স্টেশন পর্যন্ত কয়েকটি লোকোমোটিভ পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়। নিয়ম অনুযায়ী চূড়ান্ত ট্রায়ালের পর এগুলো যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত করা হবে।

বিজ্ঞাপন

জানা যায়, ৪০ লোকমোটিভ আমদানি করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে সরকার। চুক্তি অনুযায়ী ২ লটে ১৬টি ইঞ্জিন দেশে পৌঁছেছে। এই ১৬টি ইঞ্জিনের ৭টির ট্রায়াল হয়েছে। এই সাতটি ইতোমধ্যে ঢাকা ও পশ্চিমাঞ্চল জোনে হস্তান্তর করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঈশ্বরদিতে মোট তিনটি লোকোমোটিভ এসেছে। ট্রায়াল শেষ হলে একের পর এক করে সবগুলো লোকোমোটিভ বিভিন্ন জোনে যুক্ত হবে।

জানা যায়, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা ইঞ্জিনগুলোর বিশেষত্ব হলো এগুলো ৩৩০০ হর্স পাওয়ার সম্পন্ন। এর গতি ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার। ইঞ্জিনের সামনে পেছনে ক্লোজসার্কিট ক্যামেরা রয়েছে। চালকের রুম শীততাপনিয়ন্ত্রিত। সামনে স্পস্ট দেখার জন্য ইঞ্জিনে এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এসকল ইঞ্জিন টানা পাঁচ বছর অনায়াসে ব্যবহার করা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন রেলওয়েতে এসকল অত্যাধুনিক ইঞ্জিন যুক্ত হওয়ায় রেলের পরিসেবা আরও উন্নত হবে এবং বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বর্তমানে দেশের ৭০ ভাগ ইঞ্জিনই মেয়াদোত্তীর্ণ। রেলের উন্নয়নে নতুন নতুন ইঞ্জিন কিনছে সরকার। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে ৪০টি ইঞ্জিন। যার ১৬ টি দেশে পৌঁছেছে। বাকিগুলো চলতি বছরের মধ্যেই পৌঁছানোর কথা রয়েছে।

সারাবাংলা/জেআর/এসএসএ

রেলওয়ে

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর