কিয়েভের সড়কে ছড়ানো-ছিটানো লাশ, ৩০০ জনকে গণকবর
৩ এপ্রিল ২০২২ ১০:৪৯
ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে গণকবর দেওয়া কথা জানিয়েছেন শহরটির মেয়র আনাতোলি ফেডোরুক। ওই কবরে অন্তত ৩০০ মৃতদেহ দাফন করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী দ্বারা রুশ সেনাদের কাছ থেকে প্রধান শহরটি পুনরায় উদ্ধার করার পর এই গণকবর দেওয়া হয়েছে। খবর আলজাজিরা।
মেয়র আনাতোলি ফেডোরুক গতকাল শনিবার (২ এপ্রিল) বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বুচায় আমরা ইতিমধ্যেই ২৮০জনকে গণকবরে দাফন করেছি। ব্যাপকভাবে ধ্বংসযজ্ঞ চালানোয় শহরের রাস্তাগুলো লাশে ছেয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘নিহতদের সবাইকে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে নারী, পুরুষসহ ১৪ বছরের একটি ছেলের লাশও দেখেছেন তিনি।’
এদিকে বুচারের সড়কে অন্তত ২২টি লাশ দেখার কথা আলজাজিরাকে নিশ্চিত করেছেন মেয়র আনাতোলি ফেডোরুক। তিনি আরও বলেন, রাশিয়ার সেনাবাহিনী বডি-ফাঁদে ফেলার জন্য লাশগুলো এভাবে রেখে গেছে- এমন ভয়ে মৃতদেহগুলো এখনো উদ্ধার করা হয়নি।
পশ্চিম ইউক্রেনের লভিভ থেকে আলজাজিরার প্রতিবেদক রব ম্যাকব্রাইড বলেছেন, ‘রাশিয়ান সৈন্যরা ইচ্ছাকৃতভাবে তাদের লক্ষ্যবস্তু করেছে বলে দাবি (আনাতোলি ফেডোরুক) – মূলত এটি তার শহরে বেসামরিক লোকদের একটি গণহত্যা।’
এর আগে গত কয়েক সপ্তাহ ধরে বুচা শহরে রুশ ও ইউক্রেনের সেনাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই হয়। পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত শহরটি প্রায় এক মাস রাশিয়ার সেনাবাহিনীদের দখলে ছিল।
সারাবাংলা/এনএস