Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার মামলায় বিএনপির ৭ নেতাকর্মীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ১৮:১৮

ঢাকা: ২০১৩ সালের রাজধানীর মুগদা থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় বিএনপির সাত নেতাকর্মীকে দুই বছর করে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

রোববার (৩ এপ্রিল) ঢাকার অ্যাডিশনাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত তিন আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন। মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২৯ নেতাকর্মী খালাস দিয়েছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন খায়রুল, কামাল হোসেন, স্বাধীন, মোক্তার, ওয়াসিম, নবী হোসেন ও রুবেল।

২০১৩ সালের ১৮ মার্চ রাজধানীর মুগদা থানা এলাকায় ককটেল বিস্ফোরণ ও ইট পাটকেল নিক্ষেপ করে নাশকতা চালায় আসামিরা। এছাড়া একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় ১৯ মার্চ রাজধানীর মুগদা থানায় উপ-পরিদর্শক মো. হামিদ মামলা করেন।

২০১৪ সালের ৩০ এপ্রিল মামলাটি তদন্ত শেষে ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক দুলাল চন্দ্র ভৌমিক। মামলার বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সারাবাংলা/এআই/একে

আদালত ককটেল বিস্ফোরণ কারাদণ্ড নাশকতা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর