Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান ২ আসামি গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ২০:২৪ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ২০:২৯

কেরানিগঞ্জ: তথ্য প্রযুক্তির সহায়তায় দলবেঁধে ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে কেরানিগঞ্জ মডেল থানা পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে গাজীপুর মেট্রো এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৩ এপ্রিল) কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, ‘ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের দিক নির্দেশনায় ও কেরানিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীরের তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের গাজীপুর মেট্রো এলাকা থেকে গ্রেফতার করি।’

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলেন- কেরানিগঞ্জ মডেল থানার এমারগাঁও এলাকার হাবুল মিয়ার ছেলে আল-আমিন (২৫) ও একই এলাকার সমু মিয়ার ছেলে কালাচান (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দলবেঁধে ধর্ষণের কথা স্বীকার করেছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আসামিদের কোর্টে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১২ আগস্ট কেরানিগঞ্জ মডেল থানায় দলবেঁধে ধর্ষণের মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

সারাবাংলা/এমও

গ্রেফতার দলবেঁধে ধর্ষণ ধর্ষণ মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর