Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিপ পরায় শিক্ষককে হেনস্তা: পুলিশের বিচার চেয়ে আল্টিমেটাম

ঢাবি করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ২১:১৮

ঢাকা: টিপ পরায় রাজধানীর তেজগাঁও সরকারি কলেজের এক শিক্ষক হেনস্তার শিকার হওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসারের বিচারের দাবি জানিয়েছে ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’। দাবি আদায়ে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তারা।

রোববার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে তারা এই দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি মেনে না নেওয়া হলে দেশের প্রগতিশীল নারী সংগঠনগুলো নিয়ে শাহবাগ এবং তেজগাঁও থানার সামনে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।

প্রতিবাদ সমাবেশে শ্রাবণ প্রকাশনীর কর্ণধার রবীন আহসান বলেন, ‘এটা কোনো সভ্য দেশের পুলিশ সদস্যের আচরন হতে পারে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা গণবিক্ষোভের আয়োজন করব।’

আরও পড়ুন: টিপ পরায় ইভটিজিং— পুলিশ সদস্যের শাস্তি চাইলেন সুবর্ণা

নারী পক্ষের সংগঠক মনীষা মজুমদার বলেন, ‘একজন নারী শিক্ষককে টিপ পরার কারণে অকথ্য ভাষায় গালি দেওয়া হয় এবং তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। তাকে গালি দেওয়া ও হত্যাচেষ্টা বাংলাদেশ আইনে স্পষ্ট অপরাধ। এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যকে বিচারের আওতায় আনতে হবে।’

সভাপতির বক্তব্যে সাবেক ছাত্রনেতা আকরামুল হক বলেন, ‘এভাবে একটা দেশ চলতে পারে না। হেনস্তাকারীকে অবশ্যই শাস্তি দিতে হবে। দাবি মানা না হলে আমরা তেজগাঁও কলেজের সামনে প্রতিবাদী অবস্থান করব।’

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মাহফুজা হক নীলা, অ্যাডভোকেট জীবনানন্দ জয়ন্ত, গণসঙ্গীত শিল্পী শতাব্দী ভব, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ প্রমুখ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শনিবার রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে হেনস্তার শিকার হন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার। তার অভিযোগ, হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক ছিল। ঘটনার প্রতিবাদ জানালে এক পর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যান সেই ব্যক্তি।

সারাবাংলা/আরআইআর/পিটিএম

আল্টিমেটাম টপ নিউজ টিপ পুলিশ শিক্ষক

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর