Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে বিধবা নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২২ ২২:২০ | আপডেট: ৩ এপ্রিল ২০২২ ২২:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ভাঙ্গায় গণধর্ষণের শিকার হয়েছেন দুই সন্তানের মা বিধবা এক নারী। এ ঘটনায় রোববার বিকেলে (৩ এপ্রিল) ভাঙ্গা থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী।

গত ২৮ মার্চ সন্ধ্যায় শ্বশুরবাড়ি থেকে পার্শ্ববর্তী বাবার বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হন তিনি। চার বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন ওই নারী। ওই দিন পাওনা টাকা আনতে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তিনি।

লিখিত অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, ২৮ মার্চ বিকেলে দু‘জন আত্মীয়কে সঙ্গে নিয়ে শশুরবাড়ি থেকে বের হন এই নারী। পথিমধ্যে সন্ধ্যায় রুবেল, শাহীন, সজিব, রাকিব, হাসিবুল নামের পাঁচ যুবক ধারালো অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে ওই গৃহবধূর সঙ্গে থাকা আসাদুল ও আলামিনকে মারধর করে আটকে রাখে। পরে ওই নারীকে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

ভাঙ্গা থানার উপ পরিদর্শক মো. তাহসিন জানান, আগামীকাল সোমবার (৪ এপ্রিল) ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা ও জবানবন্দির জন্য ফরিদপুরে পাঠানো হবে। অভিযোগে উল্লেখিতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।

সারাবাংলা/এমও

দলবেঁধে ধর্ষণ ধর্ষণের অভিযোগ ফরিদপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর