সুনামগঞ্জ: সুনামগঞ্জের সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কাংলার হাওরে পানি ঢুকে প্রায় ৫০০ হেক্টর বোরো ধান ডুবে গেছে।
সোমবার (৪ এপ্রিল) সকাল ১০টায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের স্রোত হাওরে ঢুকে মুহূর্তেই তলিয়ে যায় হাওরের সব ধান
স্থানীয় কৃষকরা জানান, তারা অনেক কষ্ট করে ঋণ করে হাওরে বোরো ধান লাগিয়েছিল সেই ধান এক সপ্তাহ পরে কেটে ঘরেও তোলারও কথা ছিল, কিন্তু আজ সকালে ঢলের পানি এসে তাদের সব ধান ডুবিয়ে দিয়েছে।
এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কাংলার হাওর পরিদর্শন করেছেন সুনামগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জাকির হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার। হাওর পরিদর্শন শেষে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো.জাকির হোসেন বলেন, ‘পাহাড়ি ঢলে কাংলার হাওরে বোরো ধান তলিয়ে গেছে। আমরা হাওরের ধান রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করছি।’
তবে পানি উন্নয়নের বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, কাংলার হাওরে যে দিকে পানি হাওরে ঢুকেছে সেই দিকে হাওরের ফসল রক্ষা বাঁধের কোনো প্রকল্প নেই।