রফতানি আয়ে সুবাতাস, মার্চে বেড়েছে ৫৪ শতাংশ
৪ এপ্রিল ২০২২ ১৯:২৬
ঢাকা: দেশের রফতানি আয়ে সুবাতাস বইছে। গত কয়েক মাস ধরেই দেশের রফতানি আয়ে রেকর্ড হচ্ছে। এর ধারাবাহিকতায় সদ্যসমাপ্ত মার্চ মাসে রফতানি হয়েছে ৪৭৬ কোটি ২২ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৫৪ দশমিক ৮২ শতাংশ বেশি।
অর্থনীতিবিদরা বলছেন, দেশের রফতানি আয় এখন নতুন স্বপ্ন দেখাচ্ছে। চলতি অর্থবছরে রফতানি আয় নতুন রেকর্ড স্পর্শ করতে পারে।
সোমবার (৪ এপ্রিল) রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সবশেষ প্রতিবেদন মার্চ মাসের এই রফতানি আয়ের তথ্য জানানো হয়েছে।
ইপিবি’র প্রতিবেদনের তথ্য বলছে, ২০২০-২১ অর্থবছর পণ্য রফতানি থেকে দেশের আয় ছিল ৩ হাজার ৮৭৬ কোটি ডলার। সেখান থেকে চলতি অর্থবছরে রফতানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। তবে এই অর্থবছরের প্রথম ৯ মাসেই রফতানি হয়েছে ৩ হাজার ৮৬০ কোটি ৫৬ লাখ ডলারের পণ্য। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৩ লাখ ৩২ হাজার ৭৮০ কোটি টাকার বেশি।
তথ্য বলছে, চলতি অর্থবছরের ৯ মাসের এই রফতানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৪১ শতাংশ বেশি। শুধু তাই নয়, এই ৯ মাসের আয় আগের অর্থবছরের মোট রফতানি আয়ের প্রায় সমান। এছাড়া এই আয় লক্ষ্যমাত্রার চেয়েও ১৮ দশমিক ৪৩ শতাংশ বেশি।
ইপিবির তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) পোশাক রফতানি হয়েছে ৩ হাজার ১৪২ কোটি ৮৪ লাখ ডলারের। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩৩ দশমিক ৮১ শতাংশ বেশি ও লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ দশমিক ৩৪ শতাংশ বেশি। একই সময়ে নিটওয়্যার রফতানিতে প্রবৃদ্ধি ৩৫ দশমিক ২৯ শতাংশ। আর ওভেন পোশাক রফতানিতে প্রবৃদ্ধি ৩২ দশমিক ০৭ শতাংশ। হোম টেক্সটাইল রফতানিতে প্রবৃদ্ধি ৩৬ শতাংশ।
ইপিবির তথ্য আরও বলছে, অর্থবছরের প্রথম ৯ মাসে কৃষিপণ্য রফতানিতে প্রবৃদ্ধি ২৮ শতাংশ। প্লাস্টিক পণ্য রফতানিতে প্রবৃদ্ধি ৩৬ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্য রফতানিতে প্রবৃদ্ধি ৩০ শতাংশ।
সারাবাংলা/ইএইচটি/টিআর