Friday 19 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ১৯:৫৭

বগুড়া: শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় বাসে তল্লাশি করে বিদেশি পিস্তুলসহ সানোয়ার হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার (৪ এপ্রিল) ভোরে মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাব এই অস্ত্র উদ্ধার করে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার সোহবার হোসেন জানান, পঞ্চগড় হতে ঢাকাগামী বাসে মাদক পরিবহনের খবর পেয়ে র‌্যাবের একটি টিম ভোর ৫ টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় অবস্থান নিয়ে চেকপোস্ট বসায়। এসময় যানবাহন তল্লাশির সময় ঢাকাগামী ওই বাস থেকে সানোয়ারকে আটক করে।

এসময় তার কাছে একটি বিদেশি পিস্তল পাওয়ায় যায়। তার বাড়ি তেতুলিয়ার ডাঙ্গাপাড়ায়। অস্ত্রটি ঢাকায় নেওয়া হচ্ছিল বলে র‌্যাব জানায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে শাজাহানপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

ময়মনসিংহে খেলাফত মজলিসের বিক্ষোভ
১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০৭

আরো

সম্পর্কিত খবর