Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে ছাত্রলীগের উদ্যোগে কুরআন শিক্ষার আসর

জাবি করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২২ ২১:৫১

সাভার: পবিত্র রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কুরআন শিক্ষার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ছাত্রলীগ নেতাকর্মীরা।

সোমবার (৪ এপ্রিল) যোহর নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের মসজিদে এ কর্মসূচি শুরু করা হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেলের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান শিক্ষার্থীরা। রমজান মাসব্যাপী এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

কুরআন শিক্ষার প্রথম দিনে হলটির প্রায় ২৫ জন শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন। এ সময় ছাত্রলীগের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে কুরআন বিতরণ করা হয়।

এ বিষয়ে ভাসানী হল ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম সজিব বলেন, ‘ভাসানী হল ছাত্রলীগের পক্ষ থেকে কুরআন শিক্ষার প্রয়াস নেওয়া হয়েছে। ভাসানী হল ছাত্রলীগকে ধন্যবাদ জানাই এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য। শিক্ষার্থীরা রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি কুরআন পাঠ শিখতে সক্ষম হবে বলে আশা করি।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘পবিত্র রমজান মাস উপলক্ষে শিক্ষার্থীদের কুরআন শিক্ষাদানে ভাসানী হল ছাত্রলীগ উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা যাতে শুদ্ধভাবে কুরআন পড়তে পারে সেটাই কামনা করছি। সুস্থ জ্ঞান চর্চায় ছাত্রলীগ কাজ করে যাবে।’

ধর্মের সুশিক্ষা শিক্ষার্থীদের মাঝে থাকলে ধর্মীয় সম্প্রতির ভিত্তিতে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে এ প্রজন্ম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সারাবাংলা/পিটিএম

কুরআন শিক্ষার আসর ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

সিইসি ও ৪ কমিশনারের শপথ আজ
২৪ নভেম্বর ২০২৪ ০১:৩৩

আরো

সম্পর্কিত খবর