Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২২ ১৫:৪৫

নড়াইল: নড়াইলে মাদক মামলায় সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের মিলন পোদ্দার ও পাইকমারী গ্রামের কাজী বদিয়ার রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।

বিজ্ঞাপন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- মিলন পোদ্দার সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে। অপরজন কাজী বদিয়ার রহমান একউ উপজেলার পাইকমারি গ্রামের মৃত কাজী বাবর আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলা বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৩ সালের ১৯ মার্চ পুলিশ জানতে পারে ঈগল পরিবহনের চেয়ার কোচ নং-ঢাকা মেট্র-ব-১৪-৬৫-১৪ এ মাদক বহন করা হচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরিঘাট এলাকায় পৌঁছালে পরিবহন তল্লাশি করে বিভিন্নস্থান থেকে মোট ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ ঘটনায় উপ-পরিদর্শক(এসআই) নয়ন পাটোয়ারী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

নড়াইল মাদক মামলা যাবজ্জীবন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর