Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২২ ২০:৫৩

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয় হাজার পিস ইয়াবাসহ মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।

মঙ্গলবার ( ৫ এপ্রিল) রাতে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, বিকেলে নিয়মিত টহল চলাকালীন বিমানবন্দর সংশ্লিষ্ট এয়ারপোর্ট রেস্টুরেন্টের সামনে সাদ্দাম হোসেন (১৫) এবং মোঃ আমিন (১৪) নামের দুইজনকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে এয়ারপোর্ট আর্মড পুলিশের দলের সন্দেহ হয়। তাদেরকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এলোমেলো উত্তর পাওয়া যায়। সন্দেহ আরও ঘনীভূত হলে তাদেরকে এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির পর তাদের দুই জনের কাছ থেকে আনুমানিক ছয় হাজার ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জিয়াউল হক আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে পরিচয় দেন। সাদ্দামের পিতার নাম মো. সেলিম এবং মো. আমিনের পিতার নাম সালাম বলে জানা যায়। তারা দুজনই টেকনাফে ২৪ নাম্বার রোহিংগা ক্যাম্পের অধিবাসী বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে আটকরা আরও জানান, ঢাকায় অবস্থানরত এক জনের কাছে এসকল ইয়াবা হ্যান্ডওভার করতেন তারা। অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।

সারাবাংলা/এসজে/একেএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর