Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জাপুরে বন থেকে নারীর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২২ ১৬:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: জেলার মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে জঙ্গল থেকে চায়না আক্তার (৩৬) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত চায়না আক্তার বাঁশতৈল বংশীনগর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত মো. ইয়াদ আলী।

স্থানীয়রা জানান, চায়না আক্তারকে গত ৩ দিন ধরে পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা আজ সকালে দুর্গন্ধ পেয়ে জঙ্গলে খোঁজাখুজি করার পর লাশটি খুঁজে পায়।
আনুমানিক ৩ দিন আগে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে অনেকের ধারণা।

বাঁশতৈল ফাঁড়ির এসআই মো. সুরুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়ার কাজ চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

মির্জাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর