ঢাকা: আট কার্যদিবস চলার পর শেষ হলো সংসদের সপ্তদশ অধিবেশন। বুধবার (৬ এপ্রিল) বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশন রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মাধ্যমে সংসদের বৈঠকের ইতি টানেন। এই অধিবেশন শুরু হয় ২৮ মার্চ।
এর আগে, সংসদে সমাপণী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
এই অধিবেশনে মোট নয়টি বিল পাস হয়। একাদশ সংসদের প্রথম বেসরকারি বিলও উত্থাপিত হয় এ অধিবেশনে। প্রধানমন্ত্রীর কাছে ৩৫টি প্রশ্ন করেন আইনপ্রণেতারা। যার মধ্যে ১৭টির জবাব দিয়েছেন তিনি। অন্য মন্ত্রীদের জন্য প্রশ্ন জমা পড়ে ৮৫৭টি। মন্ত্রীরা উত্তর দিয়েছেন ৫৬৩টির।
অধিবেশনের শেষ দিন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান হওয়ায় সরকার প্রধান ও সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি প্রস্তাব পাস হয়। মহামারিকালে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসা এই অধিবেশনে সংবাদকর্মীরা সংসদ ভবনে ঢুকতে পেরেছেন। তবে প্রতি ৪৮ ঘণ্টা পরপর তাদের করোনা পরীক্ষা করতে হয়েছে। পাশাপাশি, সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের কর্মীদেরও করোনা পরীক্ষা করিয়ে সংসদে ঢুকতে হয়েছে।