জাপার ঢাকা মহানগর দক্ষিণের কমিটি অনুমোদন
৬ এপ্রিল ২০২২ ১৯:৫৮
ঢাকা: ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলাকে সভাপতি ও জহিরুল আলম রুবেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ঢাকা মহানগর দক্ষিণের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টি।
বুধবার (৬ এপ্রিল) পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এই কমিটি অনুমোদন দেন।
কমিটিতে সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক এ আদেল (মহানগর), হাজি মো. ফারুক (বংশাল), এম এ সোবহান (মহানগর), শেখ মাসুক রহমান (কদমতলী), অ্যাডভোকেট সেরেনিয়াবাদ সেকেন্দার আলী (মহানগর), মো. ইব্রাহিম আজাদ (পল্টন), আলহাজ্ব মো. শাহজাহান (ধানমন্ডি), মো. কাওসার আহমেদ (শ্যামপুর), মো. আবুল বাশার বাসু (খিলগাঁও), এম এ কাইউম (সবুজবাগ), আকবর আলী চেীধুরী (মহানগর), খন্দকার আবু আনোয়ার বেলাল (মহানগর)।
যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সারফুদ্দিন আহমেদ শিপু (গেন্ডারিয়া), খোরশেদ আলম খুশু (মহানগর), আবুল কালাম আজাদ (সূত্রাপুর), শেখ নেয়ামত উল্লাহ নবু (শাহজাহানপুর), মো. জুবায়ের আলম খান রবিন (মতিঝিল), হাজি মো. মাসুম চৌধুরী (চকবাজার), এম এ সাঈদ (হাজারীবাগ), মো. ইব্রাহিম মোল্লা (শ্যামপুর), সাংবাদিক সুজন দে (মহানগর), সমরেশ মন্ডল মানিক (মহানগর), মোহাম্মদ মাহবুবুর রহমান খসরু (মহানগর) ও হুমায়ুন কবির মজুমদার (পল্টন)।
কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মো. আফতাব গনি (বংশাল), মো. মেহেবুব হাসান (বংশাল), সৈয়দ মোশারফ হোসেন জাফরি (সূত্রাপুর) ও ইসকান্দার মোল্লা (নিউ মার্কেট)।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আকতার হোসেন দেওয়ান (যাত্রাবাড়ী), হুমায়ুন কবির হিরু বাবুল (মতিঝিল), সামসুজ্জামান কাজল (কদমতলী), মো. শাহজাহান (কামরাঙ্গীরচর), মো. অপু সিকদার (কলাবাগান), মো. জাকির হোসেন মল্লিক (হাজারিবাগ), মো. শাহ আলম দেওয়ান (ধানমন্ডি), মো. জমির আলী (খিলগাঁও), মো. শাহদাত হোসেন খান (নিউ মার্কেট), মো. মামুন হোসেন মোল্লা (ডেমরা) ও হুমায়ুন কবির কালা (বংশাল)।
যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মো. মিজানুর রহমান চৌধুরী (রমনা), আবু নাসের সিদ্দিক (ওয়ারী), মো. আনোয়ার হোসেন খান লিপন (মুগদা), মো. সেলিম (সূত্রাপুর), মো. সেলিম আহমেদ (শাহজাহানপুর), মো. খুরশীদ আহমেদ নোমানী (ওয়ারী), মো. আব্দুর রব (শাহবাগ), মো. আব্দুল কাদের মুন্সী (কতোয়ালি), মো. তকদির হোসেন ভূইয়া সেন্টু (যাত্রাবাড়ী) ও সুলতানা আহমেদ লিপি (কদমতলী)।
কমিটিতে অন্যান্য সম্পাদক ও যুগ্ম সম্পাদকীয় পদে রয়েছেন— অর্থ বিষয়ক সম্পাদক মো. ওয়াহেদুল্লাহ (চকবাজার) ও যুগ্ম অর্থ বিষয়ক সম্পাদক নুর আহমেদ মোল্লা (ওয়ারী); প্রচার সম্পাদক আজিজুল হুদা চৌধুরী সুমন (মহানগর) এবং যুগ্ম প্রচার সম্পাদক রাজ্জাকুর রহমান রাজ্জাক (কোতোয়ালি), মো. খায়রুল কবির (কদমতলী) ও মো. মাহফুজুর রহমান (মহানগর); দফতর সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খসরু এবং যুগ্ম দফতর সম্পাদক মো. ফজলুল হক (কোতোয়ালি) ও জাহিদ হোসেন (শ্যামপুর); কৃষি বিষয়ক সম্পাদক মো. সাহেদ হোসেন খান (গেন্ডারিয়া) এবং যুগ্ম কৃষি বিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন খোকন (খিলগাও) ও মো. হোসেন মিয়া (কদমতলী); তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির (শ্যামপুর) এবং যুগ্ম তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মো. সেলিম (মহানগর) ও মো. মোয়াজ্জেম হোসেন (গেন্ডারিয়া)।
কমিটিতে আরও রয়েছেন— সাহিত্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম মঞ্জু (লালবাগ) এবং যুগ্ম সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এস এম শাহবুদ্দিন (মহানগর) ও হাবিুল্লাহ বাহার টিটু (ওয়ারী); শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম মনিরুজ্জামান (কদমতলী) এবং যুগ্ম শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শিপন তালুকদার বাঘা (মহানগর) ও মো. জোবায়ের আলম (যাত্রাবাড়ী); মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাফর পাঠান (কোতোয়ালি) এবং যুগ্ম মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এইচ মামুন চৌধুরী (খিলগাঁও); এনজিও বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন নেওয়াজ (সূত্রাপুর) এবং যুগ্ম এনজিও বিষয়ক সম্পাদক মো. ইসহাক (সুত্রাপুর); ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম কিবরিয়া (মহানগর) এবং যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহিন দেওয়ান (শ্যামপুর); মহিলা বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন (যাত্রাবাড়ী) এবং যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক লতা আরমান (কদমতলী) ও তাহমীনা ইসলাম লাকি (শ্যামপুর), যুব বিষয়ক সম্পাদক মো. রইস উদ্দিন (কদমতলী) ও যুগ্ম যুব বিষয়ক সম্পাদক মো. মোতালেব হোসেন (শ্যামপুর); সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল কাদের (কামরাঙ্গীরচর) এবং যুগ্ম সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. রবিউল্লাহ (সবুজবাগ) ও মো. শহীদ (গেন্ডারিয়া); স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন সোহেল (শাহবাগ) এবং যুগ্ম স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আলফাজ (সবুজবাগ) ও মো. জাফরউল্লাহ (যাত্রাবাড়ী); সমবায় বিষয়ক সম্পাদক জহির উদ্দিন লিটন (ডেমরা) এবং যুগ্ম সমবায় বিষয়ক সম্পাদক ওমর ফারুক রতন (মুগদা) ও আলমগীর হোসেন (কামরাঙ্গীর চর), শিক্ষা বিষয়ক সম্পাদক মো. পল্লী হোসেন (মতিঝিল) এবং যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক মো. হাসান উল্লাহ হাসান (লালবাগ) ও মো. তানভীর হোসেন সুমন (কদমতলী); আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান (মহানগর) এবং যুগ্ম আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ফারুক হোসেন (লালবাগ) ও অ্যাডভোকেট ফিরোজ (শ্যামপুর), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. আমানত উল্লাহ চৌধুরী (শাহবাগ) এবং যুগ্ম তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম খোকন (খিলগাঁও) ও গুলজার রানা (শ্যামপুর)।
কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে স্থান পেয়েছেন অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন— হাজী আব্দুল মান্নান (সুবজবাগ), এস এম রহিম সরদার (সবুজবাগ), মো. বেলাল হোসেন বেলাল (খিলগাঁও), মো. আবুল হোসেন আবুল (বংশাল), ডা. এম এ শাহনাত সম্রাট (গেন্ডারিয়া), মনিরুল হক রবিন (গেন্ডারিয়া), এমদাদুল ইসলাম রনি (খিলগাঁও), জাহাঙ্গীর আলম (মহানগর), তাসনিম উদ্দিন সাগর (কোতোয়ালি), মো. নাজমুল আজম (মহানগর), নজরুল ইসলাম বক্সার (সূত্রাপুর), মো. জুয়েল ওসমান (কদমতলী), মো. আমজাদ হোসেন পিন্টু (বংশাল), মো. আনিসুল হক (খিলগাঁও), এফ এম মোশারফ হোসেন ফকির (ধানমন্ডি), আলহাজ্ব মো. মঞ্জুর রহমান খান (মহানগর), মো. শাহদাতা হোসেন (যাত্রাবাড়ী), সুজন আহমেদ সাগর (যাত্রাবাড়ী), মো. গিয়াস উদ্দিন (গেন্ডারিয়া), মো. আবুল হোসেন (ওয়ারী), মো. নুরু মিয়া (সূত্রাপুর), মো. এনায়েত হোসেন (কোতোয়ালি), ডা. মো. বজলুর রহমান, মো. মুজিবর রহমান, মো. এজাজ (লালবাগ), হেলাল উদ্দিন মোল্লা (হাজারীবাগ), রফিকুল ইসলাম তালুকদার (শাহবাগ), মো. আক্তার হোসেন সোহেল (শাহবাগ), হাবিবুর রহমান মুক্তার (বংশাল), মীর মো. বশির (বংশাল), মো. হাবিব মিয়া (পল্টন), আরিফুর রহমান (মতিঝিল), মো. আব্দুল মতিন মানিক (রমনা), মো. জসিম উদ্দিন মিয়া (খিলগাঁও), মো. আলমগীর হোসেন (খিলগাঁও), মো. আবুল হোসেন (কদমতলী), মো. স্বাধীন (কদমতলী), শায়েলা রহমান (কদমতলী), পারুল আক্তার (কদমতলী), ফরিদা ইয়াসমিন (কদমতলী), রুবিনা আক্তার (কদমতলী), সামির হোসেন সোহাগ (কদমতলী), রাজন আহমেদ শিশির (কদমতলী), বাবুল হোসেন মিন্টু (কদমতলী), মুক্তা বেগম (শ্যামপুর), নুরুদ্দিন মিয়া (শ্যামপুর), রিজিয়া বেগম (কদমতলী), শাম্মি আক্তার (কদমতলী), সামিমা আলম গুনি (শ্যামপুর), মো. রফিকুল ইসলাম মিয়া (পল্টন) এবং মো. নুরুজ্জামান (মহানগর)।
সারাবাংলা/এএইচএইচ/টিআর