হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে এলেন খালেদা জিয়া
৬ এপ্রিল ২০২২ ২০:৩১
ঢাকা: চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে এলেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার (৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় গুলশানের বাসা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি। বিকেল ৫ টা ৫মিনিটে সেখানে পৌঁছান। স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যায় ৬ টায় বাসার উদ্দেশে রওনা দেন বেগম খালেদা জিয়া।
বাসায় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘যে মানুষটি আলিয়া মাদরাসায় হেঁটে হেঁটে গিয়েছিলেন, সেই মানুষটি আজ হুইল চেয়ারবাউন্ড হয়েছেন। একজন হাঁটা মানুষ যদি হুইল চেয়ারে চলে সে আর কতটা ভালো আছেন? যে মানুষটি এভারকেয়ার হসপিটালে তিন অকেশনে প্রায় ছয় মাস ভর্তি থেকেছেন, তিনি আর কতটা ভালো আছেন?’
‘অনেকে অনেক কথা বলে। আজকের বাস্তবতা হচ্ছে উনি অসুস্থ। ওনার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে ওঠেন। উনি নিজেও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন’— বলেন এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, ‘ওনার অসুস্থতা নিয়ে যারা ব্যঙ্গ করেন, যারা কথা বলেন তাদেরকে বুঝ দেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আল আমিন দিতে পারেন, আমাদের পক্ষে এটি সম্ভব না। উনি যদি অসুস্থ না হতেন আজকে ওনার মেডিকেল চেকআপের কী প্রয়োজন ছিল। মেডিকেল বোর্ড এমন কি জিনিস উপলব্ধি করলেন যে, উনার পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন।’
এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার রেডিওলজিক্যাল পরীক্ষা, ইমেজিং, ব্লাড ও ইউরিন পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট এবং হার্টের টেস্ট করানো হয়েছে বলে জানান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
গুলশানের বাসার সামনে এই ব্রিফিংয়ের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর (উত্তর) বিএনপির মহানগর সদস্য সচিব আমিনুল হক, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, এসএম জাহাঙ্গীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন প্রমুখ।
সারাবাংলা/এজেড/একে